নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন এক ছিনতাইকারী। আজ সোমবার শেখ মাহমুদ (৫০) নামের ওই ছিনতাইকারীকে ধাওয়া করে ধরেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আশরাফ কোরাইশি।
পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত সেনাসদস্য বর্তমানে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর বাজারের মুদি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (৪২) সোনালী ব্যাংক সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখা থেকে তিন লাখ টাকা তুলে শহরে কেনাকাটার জন্য আসেন। শহীদ ডা. জিকরুল হক সড়কের গাউসিয়া কনফেকশনারির কাছে তিনি যানজটে আটকা পড়েন। এ সময় ব্লেড দিয়ে তাঁর ব্যাগ কেটে এক লাখ টাকা বের করে নিয়ে দৌড় দেন ওই ছিনতাইকারী। সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আশরাফ কোরাইশি দৌড়ে পিছু নেন ছিনতাইকারীর। ৫০ মিটার দূরে মদিনা মোড় এলাকায় ধরা পড়েন ওই ছিনতাইকারী।
ওই ট্রাফিক পুলিশ আশরাফ কোরাইশি বলেন, দুপুর সোয়া ১২টার দিকে আমি সেখানে দায়িত্ব পালন করা অবস্থায় দেখতে পাই এক লোক দৌড়ে পালাচ্ছেন। দৌড়ানো দেখে সন্দেহ করে আমি তাঁর পিছু ধাওয়া করে ধরে ফেলি। পরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করি। যার টাকা ছিনতাই হয়েছে, তিনি তখনো টের পাননি যে ব্যাগ থেকে টাকা খোয়া গেছে।
জানা যায়, এই ঘটনায় ছিনতাইকারী শেখ মাহমুদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম ছিনতাইয়ের দায়ে ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আনন্দবাজার/টি এস পি