ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডুবে যাওয়া লঞ্চ থেকে ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা ‘মর্নিং বার্ড’ নামের যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় অলৌকিকভাবে ১২ ঘণ্টার পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সূত্র মতে, জীবিত ব্যাক্তিকে ডুবন্ত লঞ্চ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, রাত ১০টার দিকে লঞ্চটি উদ্ধারের সময় এই লোককে ভেসে উঠতে দেখে ফায়ারসার্ভিসের ডুবুরি দল। এরপর দ্রুত তাকে উদ্ধার করে পাশের একটি নৌকায় তোলা হয়। সে নিঃস্বাস নিচ্ছে এবং নরাচরা করছে।

রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ৫০ যাত্রী ছিলো বলে জানা যায়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন