ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

অনন্ত প্রেম

মুনির আহমদ

তুমি ভালোবাসো বলে
বুকের গহীনে রাখো লুকিয়ে
ইচ্ছের দাবানলে পুড়ে সময় হলে
আবার খুলে দেখো আমারে।

আমি মেনে নেই অবাধে
সুখের নীড়ে, চিরচেনা ঘরে
বেশ আরামে থাকি-
তোমার আদর, সোহাগ যত্নে, বেদনা সরিয়ে।
বিশ্বাসের পিলার গেঁড়ে গেঁড়ে,
তুমিও গাঁথা চার দেয়ালের শক্ত বেষ্টনী
যেন নজর না লাগে কারো
আমি শুধু তোমার, নই অন্য কারো।

জন্মিয়াছি হয়তো জন্মিবো আবার
তোমার নয়নে নয়ন রাখিতে
যে দেবালয়ে দিয়েছো ঠাঁই
পরজন্মেও তাহাতে থাকিবার সুযোগ চাই
জন্মজন্মান্তরে দু’জনার ভালোবাসার
স্বরূপ হোক তাই।

২৮.০৬.২০২০
ঢাকা

সংবাদটি শেয়ার করুন