জয়পুরহাটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (গাড়ি সেবা শাখা) মো. শরীফুল ইসলাম। সোমবার (২৯ জুন) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
জয়পুরহাটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ জাকির হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। এর আগে গত ২৫ জুন ঢাকা, টাঙ্গাইল, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার। উপ-সচিব ও সমমানের পদমর্যাদার কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস/আর এ