ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলায় করোনাকালে বিপাকে পড়া ২০০ পরিবারের জন্য আয়োজন করা হয়েছে রান্না করা দুপুরের খাবার।
২৮ তারিখ রবিবার দুপুরে CSR Window Bangladesh এর উদ্যোগে MIST কর্তৃক রান্না করা ১০০ প্যাকেট খাবার উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর সহায়তায় এবং এর সাথে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে আরো ১০০ প্যাকেট রান্না করা খাবার যৌথভাবে বিতরণ করেছে “প্রচেষ্টা শান্তি সংঘ”।
কেরানিগঞ্জের,ঘাটারচর,ওলামানগর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ২০০ প্যাকেট খাবার এলাকার সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
উক্ত বিষয়টি নিয়ে প্রচেষ্টা শান্তি সংঘের সাধারন সম্পাদকের সাথে কথা বললে তিনি আমাদের জানান, ইনশাআল্লাহ আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে চাই। সেজন্য সমাজের সচ্ছল ও উচ্চ বিত্তদের সহযোগিতা কামনা করছি।
আনন্দবাজার/এফআইবি