শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তিন হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টে রিট

রোগী ভর্তি না করে সরকারি আদেশের লঙ্ঘন ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামের তিনটি বেসরকারি হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

এর মধ্যে অতিরিক্ত বিল আদায়ের জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতাল এবং রোগী ভর্তি না নেওয়ার চট্টগ্রামের নিজাম রোডের মেট্রোপলিটন ও মেডিকেল সেন্টার হাসপাতালের বিরুদ্ধে এই রিট করা হয়েছে।

ফেনীর বাসিন্দা জেবুল হোসেন রয়েল নামে ভুক্তভোগী এ রিট আবেদনটি করেছেন বলে জানিয়েছেন আইনজীবী ইয়াদিয়া জামান।

ইয়াদিয়া জামান বলেন, রোববার রিট আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে। ভেবেছিলাম আজকে কার্যতালিকায় রিট আবেদনটি শুনানির জন্য আসবে, আসেনি। আশা করি দু-একদিনের মধ্যেই শুনানি হবে।

রিট আবেদনে তিন হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না, মর্মে রুল চেয়ে স্বাস্থ্য সচিব ও পরিচালকদের বিবাদি করা হয়েছে।

আবেদনে ফেনীর জেবুল হোসেন রয়েল জানান, তার মা মনছুরা বেগম (৬৭) দীর্ঘদিন অসুস্থ। গত তিন বছর ধরে তার কিডনি ডায়ালেসিস করে আসছেন। হঠাৎ জ্বর ও উচ্চ রক্তচাপ দেখা দিলে গত ১ জুন রয়েল তার মাকে নিয়ে চট্টগ্রামের নিজাম রোডের মেডিকেল সেন্টার হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অনুরোধ করার পরও হাসপাতাল দুটি তার মাকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয়।

এদিকে গত ১১ মে সরকারের নির্দেশনায় বলা হয়, সকল বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে সন্দেহভাজন কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোন রোগীকে কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে দুই'শ পরিবারে ইফতারসামগ্রী পৌঁছে দিলো ইউএসও

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন