ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লঞ্চডুবির দুর্ঘটনায় গণফোরামের গভীর শোক

রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড নামের লঞ্চ ডুবে যায়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও কত জনের লাশ নিখোঁজ রয়েছে তার হিসেব নেই কারো কাছেই। কেউ কেউ প্রিয়জনের লাশ খুঁজে পেয়েছেন। তবে বেশিরভাগই এখন পর্যন্ত স্বজনদের লাশই খুঁজে পাচ্ছেন না।

এদিকে, লঞ্চ ডুবে যাওয়া এবং অসংখ্য মানুষের প্রাণহানি ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আরও শোক প্রকাশ করেন দলের নির্বাহী সভাপতি ও মুখপাত্র, সিনিয়র এড. সুব্রত চৌধুরি।

এছাড়া, সুষ্ঠু বিচারের মাধ্যমে নিখোঁজ ও মৃত যাত্রীদের দায়ভার গ্রহণের আহ্বান জানান তারা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন