ঢাকা | শনিবার
৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

থোক বরাদ্দে কঠোর নজরদারি চান জিএম কাদের

থোক বরাদ্দ পাওয়া খাতগুলোর কার্য প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে সমন্বয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

তিনি বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ব্যতীত থোক বরাদ্দ দিলে সাধারণত এডহক বেসিসে যখন যেখানে প্রয়োজন তখন সেখানে খরচ করার একটি প্রবণতা থাকে। কত দরকার, এক্ষেত্রে কোনটা প্রয়োজন সেটা কে নির্ধারণ করবে? সেগুলোর ব্যাপারে সঠিক নিয়ন্ত্রণ রাখা যায় না।

এর প্রমাণ হিসেবে আজকের খবরের কাগজে দেখতে পাচ্ছি, ঢাকা মেডিকেল কলেজে স্বাস্থ্যকর্মীদের খরচ হয়েছে ২০ কোটির মত, যেখানে খাবার খরচই হয়েছে প্রায় অর্ধেক। কতটুকু প্রয়োজন ছিল, কতটুকু অপচয় হয়েছে কতটুকু দুর্নীতি হয়েছে এখন পর্যন্ত তা কেউ জানে না। থোক বরাদ্দের ব্যাপারে যথার্থতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি মনিটরিং টিম গঠন করলে তারা বিষয়গুলো মনিটর করতে পারবে।

প্রস্তাবিত বাজেটে বিশাল ঘাটতির কথা উল্লেখ করে বিরোধী দলীয় এ উপনেতা বলেন, ১ লাখ ৯০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। ঘাটতি কমাতে চাইলে ব্যয় কমাতে হবে। আর আয় বাড়াতে হবে। পরিচালন ব্যয় কমানো কঠিন কাজ হলেও যতটা সম্ভব কৃচ্ছ্রতা সাধনের ব্যবস্থা করতে হবে। উন্নয়ন ব্যয়ে কিছুটা কাটছাঁট করে করোনা সঙ্কট মোকাবেলায় বাড়তি অর্থায়নের ব্যবস্থা করা জরুরি।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন