ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি সদর হাসপাতালে ১১০০ কিট দিলেন যুবলীগ নেতা 

ঝালকাঠি সদর হাসপাতালে ১১০০ কিট উপহার দিয়েছে ছবির হোসেন নামের যুবলীগের এক নেতা। সোমবার সকালে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসানের কাছে তিনি কিটগুলো হস্তান্তর করেন। 

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান জানান, কিট সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর, তারা স্থানীয়ভাবে সংগ্রহ করার কথা বলে। বিষয়টি জানতে পেরে ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী ছবির হোসেন বাইরে থেকে ১১০০ কিট কিনে সদর হাসপাতালে দিয়েছেন।

ছবির হোসেন জানান, করোনায় মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। যাদের উপসর্গ রয়েছে, তারা তিন দিন ধরে পরীক্ষা করাতে পারছেন না। বিষয়টি আমার কাছে কষ্টের মনে হয়েছে। তাই বাইরে থেকে কিট কিনে আমি হাসপাতালে দিয়েছি।

আনন্দবাজার/শহক/বাধন

সংবাদটি শেয়ার করুন