ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে আঁশি মিটার ড্রেনের অভাবে শত পরিবার পানিবন্ধি

মাত্র আঁশি মিটার ড্রেনের অভাবে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের প্রায় শত পরিবার বৃষ্টির পানিবন্ধি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ওই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্থক্ষেপ কামান করছেন ভুক্তভোগী পরিবারগুলো।

সরেজমিনে গেলে দেখা যায় ঐতিহ্যবাহী কোদালিয়া বাজার সংলগ্ন ওই এলাকার ভুক্তভোগীরা জানান,তাদের অন্তত নব্বইটি পরিবার বিগত তিন বছর ধরে ভুগান্তিতে শিকার। মোল্লাহাটের ওই এলাকার সকল পরিবারের শিশু ও বৃদ্ধসহ সকলকে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।

বিগত দুই বছরে একাধিকবার উপজেলা প্রশাসন তাৎক্ষণিক পানি নিস্কাসনে ড্রেন কেটে দেয়। ফলে তারা পানিবন্ধি দশা থেকে সাময়িক মুক্তি পান। স্থায়ী সমাধানের লক্ষে পাকা ড্রেন নির্মানের উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসন। সে মোতাবেক কোদালিয়া-আমবাড়ি জগদানন্দ ঠাকুরের আশ্রম সড়কের পাশ দিয়ে পাকা ড্রেন নির্মানের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয় বলে জানান পানিবন্ধি পরিবার গুলো। পরে অদৃশ্য কারনে জনগুরুত্বপূর্ণ ওই ড্রেন নির্মাণ বন্ধ হয়ে গেছে। আর সে কারণেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন