সম্প্রতি করোনা সংক্রমনে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনো ।
জানা গেছে, গত চারদিন যাবৎ তিনি অনেক জ্বরে ভুগছেন। আজ সোমবার তাঁর করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ এসেছে। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মঞ্জুর মইন এ তথ্য নিশ্চিত করেন।
মঞ্জুর মইন বলেন, সকাল থেকে তার শরীরে জ্বরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি। তিনি আগে থেকেই সিওপিডি-তে ভুগছেন। তবে সুস্থ অবস্থাতেই তাকে অক্সিজেন সহায়তা নিতে হয়। হায়দার আকবর খান রনোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
আনন্দবাজার/এইচ এস কে