সম্প্রতি না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় এবং সংগঠক লুৎফর রহমান। আজ সোমবার সকাল আটটা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
জানা গেছে, অনেক দিন যাবত তিনি শয্যাশায়ী ছিলেন। চলাচলেরও শক্তি ছিল না তাঁর। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ৩০ লাখ টাকা দিয়ে সহায়তা করেছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যস্ত আর সুস্থ হলেন না তিনি।
লুৎফর রহমান যশোর জেলা ফুটবল এবং হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে ওয়ারীতে ছিলেন। খেলতেন ফরোয়ার্ডে।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জনমত তৈরি করতে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা দল। সেই দলে খেলেছেন মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফর। এ ছাড়াও ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে রাশিয়ার মিনস্ক ডায়নামো ফুটবল দলের বিপক্ষে মাঠে নামেন।
আনন্দবাজার/এইচ এস কে