ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের যমুনার পানি বিপৎসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি বিপৎসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টায় যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬৩ মিটার। যা বিপৎসীমার (১৩ দশমিক ৩৫ মিটার) অতিক্রম করে ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে কাজিপুর গত ২৪ ঘণ্টায় পানি ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮৩ মিটার। যা বিপৎসীমার (১৫ দশমিক ২৫ মিটার ) অতিক্রম করে ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আনন্দবাজার/শহক/ইহো

সংবাদটি শেয়ার করুন