ভারি বর্ষণও উজান থেকে নেমে আসা পানিতে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি গেল ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ঘাঘট নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৪ উপজেলার ৫০টি গ্রাম প্লাবিত হয়ে ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
আজ সোমবার (২৯ জুন) সকালে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিস্তা, ঘাঘট ও যমুনা নদীর পানি বৃদ্ধি এখনও অব্যাহত আছে।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমা অতিক্রমের কারণে নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। এছাড়াও গেল বছরের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া বাঁধগুলো দিয়ে পানি প্রবেশ করে ফুলছড়ি-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে এখন হাঁটুপানি জমেছে।
এ ব্যপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন জানিয়েছেন, হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া গ্রামে নদী ভাঙনে বেশ কিছু বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হওয়ার তথ্য পাওয়া গেছে। সরেজমিনে খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আনন্দবাজার/এম.কে