ঢাকা | শুক্রবার
২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে একই পরিবারের ১০ জনের করোনা শনাক্ত

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের ১০ জনসহ নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম মানিক।

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত একই পরিবারের ১০ জন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বণিকপাড়া এলাকার বাসিন্দা। অপর ৮ জনের মধ্যে রামচন্দ্রপুর গ্রামের ১ জন, করিমপুর গ্রামের ১জন, গত সপ্তাহে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা প্রান্তি গ্রামের এক ব্যক্তি ও তার স্ত্রী, বাকি ৪ জনের কোন তথ্য পাওয়া যায়নি বলে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ নিয়ে উপজেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৫ জনে। অপরদিকে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে সর্বমোট ১৩২ জন। এ পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১২জন। তাদের মধ্যে ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে মৃত্যুর পর। বাকি ৩ জন নমুনা সংগ্রহ করার পর রিপোর্ট আসার আগেই মৃত্যুবরণ করেছে।

আনন্দবাজার/শহক/শআচৌ

সংবাদটি শেয়ার করুন