ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শ্রমিকরা ‘গোল্ডেন হ্যান্ডশেক’র সব টাকা একসাথে পাবেন’

সম্প্রতি ক্রমাগত লোকসানের কারণে রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ অবস্থায় পাটকল শ্রমিকরা গোল্ডেন হ্যান্ডশেকের টাকা একসাথে পাবেন কিনা তা নিয়ে ছিলো অনিশ্চয়তা। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, পাটকল শ্রমিকরা গোল্ডেন হ্যান্ডশেকের পুরো টাকা একসাথে পাবেন।

এছাড়া বাজেট পাশের পর গোল্ডেন হ্যান্ডশেকের পুরো টাকা বুঝিয়ে দেয়া হবে বলেও জানান পাটমন্ত্রী।

এদিকে এর আগে, বিজেএমসি’র ক্রমবর্ধমান লোকসানের কারণে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় অবসায়নের মাধ্যমে মিলগুলোকে বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী আধুনিকায়ন করা হবে বলে জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

রবিবার (২৮ জুন) বিকেলে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এর কার্যক্রম পর্যালোচনা বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এ সময় রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো আর থাকছেনা জানিয়ে তিনি আরও জানান, সরকারি পাটকলগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) অধীনে চলবে।

উল্লেখ্য, পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেয়ার পর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পাটকলগুলোকে আধুনিকায়ন করে উৎপাদনমুখী করা হবে। তখন এসব শ্রমিক সেখানে চাকরি করার সুযোগ পাবেন বলেও জানান মন্ত্রী।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন