ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলনের ঘোষণা

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিক-কর্মচারীদের স্বেচ্ছা অবসরে পাঠিয়ে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের আওতায় চালুর সরকারি ঘোষণার মধ্যে কয়েকটি দাবি বাস্তবায়ন চেষ্টার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি দিয়েছেন খুলনার পাটকল শ্রমিকরা।

আজ রবিবার (২৮ জুন) দুপুরে নগরীর খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ।

রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় ২৫ হাজার স্থায়ী শ্রমিককে স্বেচ্ছা অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিবিএ নেতা আব্দুল হামিদ জানান, আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিলগেটে সন্তানদের নিয়ে অবস্থান ধর্মঘট করবো। এছাড়া মঙ্গলবার দুপুর ২টা থেকে বুধবার দুপুর পর্যন্ত মিলগেটে শ্রমিক-কর্মচারীদের অবস্থান।

তিনি বলেন, এরপরও  যদি দাবি আদায় না হয় তাহলে বুধবার দুপুর থেকে পরিবার-পরিজন নিয়ে আমরণ অনশন করবো।

খুলনার রাষ্ট্রায়ত্ত ৯ টি পাটকলে প্রায় ১০ হাজার কর্মরত স্থায়ী শ্রমিক আছেন। নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ফের বন্ধের পাঁয়তারা চলছে বলে ক্ষোভও প্রকাশ করেন শ্রমিক নেতারা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন