ঢাকা | বৃহস্পতিবার
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারিভাবে করোনা পরীক্ষা: বুথে ২০০, বাসায় ৫০০ টাকা

সরকারিভাবে এতদিন বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করা হলেও এখন তা আর থাকছে না। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় নমুনা পরীক্ষায় ফি আরোপের যে প্রস্তাব দিয়েছিল, তা অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়েছে।

আর এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে হাসপাতালের বুথে এসে পরীক্ষা করতে ২০০ টাকা খরচ করতে হবে এবং বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করার জন্য ৫০০ টাকা খরচ ধরা হয়েছে। আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন করে দিয়েছে। কাল হয়ত প্রজ্ঞাপন জারি হবে। এখন বিস্তারিত  কিছু বলা যাবে না। কালকে আপনারা পেয়ে যাবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করতে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রস্তাব যায় স্বাস্থ্যসেবা বিভাগে। এরপর মন্ত্রণালয় তা যাচাই করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন