ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ৯ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৯টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। ওইসব জেলাগুলো হলো- কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোণা এবং সুনামগঞ্জ।

জানা গেছে, দেশের সব নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। যা অব্যাহত থাকবে আগামী তিনদিন পর্যন্ত। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টের বিপদসীমা অতিক্রম করতে পারে। এবং তিস্তা ও ধরলা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এবং বিপদসীমার উপরে অবস্থান করতে পারে।

এদিকে লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি স্টেশনের মধ্যে ৮২টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ১৩টি পানি স্টেশনের। অপরিবর্তিত পানি স্টেশন আছে ২টি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন