ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে করোনায় একদিনে আরও ২৫ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পজিটিভ হয়ে ৭ জন পুরুষ এবং বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

জানা গেছে, ঢামেক হাসপাতালে গত ২মে থেকে শুরু করে আজ রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনায়  নারী এবং পুরুষ মিলে ৮৫৩ জন মারা গেছেন। এদের মধ্যে ২০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেন জানান, ঢামেক হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ মোট ৩টি ইউনিট চালু আছে। এখানে রোগী ভর্তি এবং চিকিৎসা কার্যক্রম ২৪ ঘণ্টাই চালু রয়েছে।

যারা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ পরিবারের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে যারা করোনা পজিটিভ হয়ে  মারা গেছেন তাদের লাশ করোনা বিধিমোতাবেক তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন