ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশে কোভিড ১৯ এ আক্রান্ত ১০ হাজার ছাড়ালো

বৈশ্বিক মহামারিতে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন পুলিশ সদস্য কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। আজ রবিবার (২৮ জুন) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য মতে, এখন পর্যন্ত পুলিশের ১০ হাজার ১৬০ জন সদস্য কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন, যা গতকাল (২৭ জুন) ছিল ৯ হাজার ৯৪৮ জন। আর কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪৫ জন  সদস্য। যাদের অধিকাংশই পুনরায় কাজে যোগ দিয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ কোভিড ১৯ এ আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য ‘বিশেষ টিম গঠন করা হয়েছে’।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন