সুনামগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকেলে তাহিরপুর সীমান্তে উপজেলার যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারান জুয়েল মিয়া (২৭) নামের ঐ ব্যাক্তি।
নিহত জুয়েল মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে গাছপালা পানিতে ভেসে যাচ্ছিল। শনিবার বিকেলে জুয়েল মিয়া ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে বের হন। ডালপালা সংগ্রহ করতে করতে তিনি আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন। আর এতেই বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। এতে পেটে গুলিবিদ্ধ হন তিনি।
আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, যাদুকাটা নদীতে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে জুয়েল মিয়া আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় ঘটনাটি ঘটেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস