ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিমলায় ৯টি ভারতীয় গরু সহ গ্রেফতার ৭

সম্প্রতি নীলফামারীর ডিমলায় ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ৯টি ভারতীয় গরু ট্রাকে করে পাচারের সময় আটক করেছে ডিমলা থানা পুলিশ। যার বাজার মুল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওই ৭ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আরও ১ চোর ও মাদক মামলার ১ ওয়ারেন্টভুক্ত আসামী সহ মোট ৯ জনকে শনিবার (২৭ জুন) বিকেলে আদালতে সোপর্দ করেছেন ডিমলা থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার (২৬ জুন)বিকেল পাঁচটার পর ভারতীয় গরু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারের পাশে ডোমার গোমনাতী রোডের একটি ব্রিজ সংলগ্ন এলাকায় ডিমলা থানার এসআই বাকিনুর ইসলাম, মাসুদ মিয়া, এএসআই জহুরুল হক, মাহবুবুল ইসলাম সঙ্গীয়ফোর্স সহ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ড-১৩৫৫৬০ নম্বরের একটি ট্রাকে থাকা ৯টি গরুর ৬টি গরু আটক করেন। পুলিশ ঘটনাস্থলে পৌাছানোর আগেই কিছু দুস্কৃতকারীরা ট্রাকে থাকা ৯টি গরুর মধ্যে ৩টি গরু আত্মসাতের জন্য অন্যত্রে সরিয়ে নেয়ার খবরে পুলিশ আশ-পাশের এলাকায় তল্লাশি চালিয়ে ওই ৩টি গরুও উদ্ধারের পর ৯টি গরু সহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন।

গরু গুলোর বাজার মুল্য আনুমানিক ৬ লাখ টাকা।এ ঘটনায় চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ রাতেই উল্লেখিত ৭ জনকে গ্রেফতার করেন। শনিবার ডিমলা থানার এসআই বাকিনুর ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত ৭ ব্যক্তি সহ নামীয় ১০জন ও অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নং-২১, তারিখ ২৭/৬/২০২০ইং দায়ের করেন।অপরদিকে শনিবার দুপুরে ডিমলা থানার এএসআই শাহিন আলম উপজেলার দক্ষিন সোনাখুলি ইউনিয়নের মৃত হবিবর রহমানের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আসাদুর রহমান (২৫) কে উক্ত ইউনিয়নের বাজার থেকে গ্রেফতার করেন ও থানা পুলিশ ডিমলা সদরের পোস্ট অফিস মোড়ের একটি বাড়ি চুরির ঘটনায় নুরুজ্জামান (৩৪) নামের এক যুবককে গ্রেফতারের পর বিকেলে গ্রেফতারকৃত মোট ৯ জনকেই আদালতে সোপর্দ করেন। আটককৃতরা জানান, আটককৃত গরু গুলো পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাজু ইসলামের কাছ থেকে ট্রাকে করে টাঙ্গাইল মধুপুরের গরু ব্যবসায়ী জৈনিক আশরাফুলের কাছে যাচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মফিজ উদ্দিন শেখ বলেন, ট্রাক সহ ৯টি ভারতীয় গরু আটক ও ৭ জন গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গরুর ঘটনায় গ্রেফতারকৃত ৭ জন,বাড়ি চুরির ঘটনায় ১ জন ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী সহ মোট গ্রেফতারকৃত ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন