ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর সব খাল হবে হাতিরঝিলের মতো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, রাজধানী ঢাকার বেদখল ও ভরাট হওয়া সব খাল উদ্ধার করে সংস্কারের মাধ্যমে হাতিরঝিলের আদলে গড়ে তুলতে সরকারের পরিকল্পনা আছে।

শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন কবরস্থানের পূর্বপাশে ডিএনসিসি বাস্তবায়িত হজ ক্যাম্প থেকে বনরূপা হাউজিং পর্যন্ত খননকৃত খালের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

দ্রুততম সময়ের মাঝে খাল খনন করায় মেয়রকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী জানিয়েছেন, ‘মেয়র এখানে নমুনা প্রদর্শন করেছে। অনেক সময় অনেকে বলেছে, বলাটা সহজ তবে আমাদের মাঝে না পারার প্রবণতা রয়েছে। আমাদের হাতিরঝিল সৃষ্টি হয়েছে। সঠিক নেতৃত্ব যদি থাকে এসব জায়গাও হাতিরঝিলের মতো হবে। এতে যানজট কমবে। আমরা নৌপথ সৃষ্টি করতে পারব।’

তিনি আরও জানান, ‘ইতোমধ্যে ঢাকার নদী খাল নিয়ে মাস্টারপ্ল্যান করা হয়েছে। সেই মাস্টারপ্ল্যানে ৩৯টি খালের অস্তিত্ব নির্ধারণ করেছি। বুড়িগঙ্গা বালু নদীসহ সব নদী সংস্কার করার জন্য একটু সময় লাগবে। কিন্তু টেমস নদীর মতো ৪০ বছর লাগবে না। আমরা উন্নত প্রযুক্তির সহায়তায় দ্রুতই এসব নদী খনন করে স্বাভাবিক অবস্থায় ফেরত আনতে পারবো। প্রতিটি মিনিট ভালো কাজে লাগাতে পারলে উন্নত হতে সময় লাগবে না।’

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন