ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে বন্যার্তদের খাবারের ব্যবস্থা করলেন সাবেক সংসদ সদস্য লিটা

টানা বৃষ্টিপাতে ঠাকুরগাঁওয়েরর রাণীশংকৈল পৌর শহরের কুলিকপাড়ার শতাধিক বাড়িঘর বন্যার পানিতে ডুবে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় একশত পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তি সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলে ও রাণীশংকৈল ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছে।

২৬ জুন শুক্রবার সকালে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কেজি স্কুল অধ্যক্ষ মোস্তফা কামাল, পৌর কাউন্সিলর মাইদুল ইসলাম বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র দু’টি পরিদর্শন করেন। এ সময় সাবেক এমপি লিটা বন্যার্তদের সহায়তায় প্রতিদিন তাদের দু’বেলা খাবার সরবরাহের দায়িত্ব নেন। তাঁর এ উদ্যোগে তাৎক্ষণিকভাবে আ’লীগ নেতা আনিসুর রহমান বাকী, জাপা নেতা আবু তাহের ঠিকাদার, আ’লীগ নেতা আহমেদ হোসেন বিপ্লব, এটিও রবিউল ইসলাম সবুজ, সুজিত, জাহেরুল তহসিলদার প্রমুখ তাকে সহযোগিত করেন। এ বিষয়ে সাবেক এমপি লিটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন