ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে অনলাইন প্ল্যাটফর্মে হবে ডিজিটাল মেলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় আগামীকাল ২৭ জুন থেকে ২৯ জুন অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা ২০২০ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকালে গাজীপুরের জেলা প্রশাসক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন মেলার ফ্রেমওয়ার্ক-জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পোর্টালে ডিজিটাল মেলা সম্পর্কিত একটি মেন্যুবারে ক্লিক করে যেকোনা নাগরিক জেলার নামের উপর ক্লিক করে উক্ত জেলার ডিজিটাল কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এর পাশাপাশি জেলার পোর্টালে (www.gazipur.gov.bd) ডিজিটাল মেলা ২০২০ নামে একটি মেন্যুবার সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকগণ জেলার ডিজিটাল কার্যক্রম সম্পর্কে অবহিত হতে পারবেন।

প্যাভিলিয়ন-১ এ মুজিব শত বর্ষ উদযাপনের অংশ হিসেবে এ অনলাইন প্লাটফর্মে “মুজিব কর্নার” নামে একটি প্যাভিলিয়ন তৈরী করা হয়েছে। প্যাভিলিয়ন ২ এ ই-সেবা বিভিন্ন খাতে (ডিজিটাল প্রশাসন, কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ, স্বাস্থ্য, যোগাযোগ, ভূমি-ই-পর্চা, ও ই-মিউটেশন, বিআরটিএ, পোস্টাল বিভাগের সার্ভিসসমূহ, ই-পাসপোর্ট এবং অন্যান্য সেবা খাত) সরকারি সেবার ডিজিটাল পদ্ধতির বা ই-সেবার স্বচিত্র তথ্য-উপাত্ত প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

প্যাভিলিয়ন-৩-এ ডিজিটাল সেন্টার, পোস্ট ই-সেন্টার, এজেন্ট ব্যাংকিং, রুরাল ই-কমার্স ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ ডিজিটাল সেন্টার এবং পোস্ট ই-সেন্টারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌছেঁ দেয়ার পুরো প্রক্রিয়াকে এ অনলাইন প্যাভিলিয়নের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ডিজিটাল সেন্টার এবং পোস্ট ই-সেন্টার থেকে যে সকল সেবা দেয়া হয় তার তালিকা এবং সেবামূল্যের তালিকা এ প্যাভিলিয়নের মাধ্যমে জানা যাবে। এজেন্ট ব্যাংকিং এবং ই-কমার্স সেবাকে জনগণের নিকট সহজভাবে উপস্থাপনের মাধ্যমে এ সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হবে।

প্যাভিলিয়িন-৪ এ শিক্ষা ও কর্মসংস্থানঃ ১) স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী উদ্যোগসমূহ (বিদ্যালয় কার্যক্রম অটোমেশন, অভিভাবকদের নিকট এসএমএস প্রদান, অলাইনে শিক্ষার্থীদের বেতন সংগ্রহ, শিখন-শেখানো কার্যক্রমে অনলাইন পদ্ধতির ব্যবহার ইত্যাদি) প্রদর্শনের ব্যবস্থা করা হবে। ২) যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, বিএমইটি, কারিগরী শিক্ষা অধিদপ্তর (পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ)সহ সরকারের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠানের “দক্ষতা ও কর্মসংস্থান” বিষয়ক ইনোভেটিভ উদ্যোগসমূহ যুব সমাজসহ জনসাধারণকে জানানো হবে। প্যাভিলিয়িন-৫-এ বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ প্রদর্শনঃ ১) স্থানীয় পর্যায়ের বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন স্টার্টআপের বিবরণ, ছবি এবং ভিডিও প্রদর্শন করা হবে। ২) স্থানীয় শিক্ষার্থী এবং তরুন উদ্ভাবকদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হবে। ৩) স্থানীয় পর্যায়ে নাগরিক সমস্যা সমাধান নিয়ে যে কোন উদ্যোগ কিংবা প্রোটোটাইপ প্রদর্শন করা হবে।

“আগামীর বাংলাদেশ প্রযু্ক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ” বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হবে। সেমিনারটি আগামী সোমবার ২৯ জুন মেলার দ্বিতীয় দিন সকাল ১১টায় জুম এ্যাপস এর মাধ্যমে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। জুম আইডি লিংক: https://us02web.zoom.us/j/9194565494 (Meeting ID: 9194565494).

 

আনন্দবাজার/ডব্লিউ এস/এস এম

সংবাদটি শেয়ার করুন