ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে সুমাইয়া হত্যা মামলার প্রধান দুই আসামী তিন দিনের রিমান্ডে

নাটোরে সুমাইয়া হত্যার প্রধান আসামী স্বামী মোস্তাক আহমেদ ও শশুর জাকির হোসেনকে জিজ্ঞাসা বাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মতিন জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমের আদালতে রিমান্ড আবেদন জানালে বিকেলে শুনানী শেষে এ আদেশ দেয় আদালত।

উল্লেখ্য গত ২২ জুন, মৃত সুমাইয়াকে হাসপাতালে ফেলে যায় শ্বশুর বাড়ির লোকজন। পরে সেখান থেকে সুমাইয়ার বাবার বাড়ির লোকজন মরদেহটি সৎকারের ব্যবস্থা করে। পড়াতে সুমাইয়ার মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। সেদিন রাত্রে শাশুড়ি ও ননদ কে আটক করা হলেও গতকাল বগুড়া ও রাজশাহী থেকে আটক করা হয় মামলার প্রধান অভিযুক্ত মোস্তাক হোসেন ও তার বাবা জাকির হোসেনকে।

আনন্দবাজার/শহক/ তাকু

সংবাদটি শেয়ার করুন