ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান ও মঠ-মন্দিরে সোলার প্যানেল বিতরণ

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ লক্ষ্যকে সফল করতে কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন মঠ-মন্দিরে ও বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ে এসব সৌর বিদুৎ প্যানেল বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর করিম সাঈদী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত ওসমান, কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, ওয়ার্ড মোঃ আকবর, লিটন দাশ প্রমূখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর করিম সাঈদী বলেন, ২০১৯-২০২০ অর্থ বছরের ১ম ও ২য় পর্যায়ে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে সোলার সিস্টেম এবং রাস্তায় স্ট্রিট লাইট স্থাপনের জন্য গ্রামীণ অবকাঠোমো সংস্কার (কাবিখা) হতে ২৪১টি ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) হতে ১৯৩টি প্রকল্প আনুষ্ঠানিকভাবে বিতরণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস/আর ডি

সংবাদটি শেয়ার করুন