ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ৪’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোংলায় আমেরিকা প্রবাসী দিপু মৃধার অর্থায়নে ৪ ‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ঈদের পর থেকে দেশের বিভিন্ন স্থানে জনসাধারণের অবাধ যাতায়াতের কারণে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে মোংলায় ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুতরাং মোংলার মানুষ যে খুব একটা ভালো আছে সেটা বলা যাবে না। করোনা ভাইরাসের কোন ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। সুতরাং জনসাধারণ সচেতন থাকলেই করোনা নিয়ন্ত্রন সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর সভাপতি শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, হাকিম হাওলাদার, মোশারেফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা শাহরুখ বাপ্পী, পারভেজ খান, কাজী মোঃ সাগর প্রমূখ।

আনন্দবাজার/ডব্লিউ এস/এম এস 

সংবাদটি শেয়ার করুন