ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় সাড়ে ১২শ’ কোটি টাকা ফেরত দিতে হবে হজ্জ নিবন্ধিতদের

 সম্প্রতি সরকারি এবং বেসরকারি পর্যায়ে চলতি বছরের হজ নিবন্ধনের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ করতে একটি সফটওয়্যারও তৈরি করা হয়েছে। যা আগামী ১৩ই জুলাই থেকে চালু করা হবে। এ বছর হজ্জে যেতে না পারায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রায় সাড়ে ১২শ’ কোটি টাকা ফেরৎ দিতে হচ্ছে।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশের জন্য কোটা ছিল ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জনের। তবে এ বছর হজ্জের জন্য সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছিলেন ৩ হাজার ৪’শত ৫৭ জন। যেখানে সরকারি প্যাকেজের তিন লাখ ৬০ হাজার টাকা হিসেবে মোট ১ শো ২৪ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা ইতোমধ্যে জমা পড়েছে। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায়ও ৬১ হাজার ১শ ৩৭ জন নিবন্ধনের সময় জনপ্রতি ১ লাখ ৮২ হাজার টাকা হিসেবে মোট ১ হাজার ১’শ ১২ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার টাকা জমা পড়েছে।

কিন্তু করোনার কারণে সৌদি আরব অন্য দেশ থেকে চলতি বছর হজ্জে যাওয়া বন্ধ করাতে চলছে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া।

এই ব্যাপারে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম জানান, বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ যাত্রীগণ এজেন্সির মাধ্যমে টাকা দিয়েছেন। আর এজেন্সিও জানে কারা টাকা দিয়েছে এবং তারা কে কোথায় আছে। সেই অনুযায়ী এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করবে। তাদের টাকাও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে গচ্ছিত আছে। তাই এ বছর হজ যাত্রীদের টাকা পেতে কোন বিপাকে পড়ার সম্ভাবনা নেই।

তবে ধর্মমন্ত্রনালয় বলছে পুরো টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটি তাদের নজরদারিতে থাকবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন