ফৌজিয়া নিজাম তামান্না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। একই বিভাগ থেকে অনার্সেও সে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিল।
অভিনয়, পরিচালনা, নাট্যরচনা এবং ডিজাইনে বেশ দখল আছে তাঁর। মেধাবী এই মেয়েটি চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্রুপ থিয়েটার নাট্যাধারের সদস্য। বহুমুখী প্রতিভাধর তামান্না। পরীক্ষার ফলাফলের মতো ক্যাম্পাসে মিছিলেরও প্রথম সারিতে থাকে মেয়েটা।
বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। এই এলাকার মহামায়া লেকের মতোই মায়াবী তামান্না। বাবা নিজামুল হক চৌধুরী এবং মা বদরনেচ্ছা চৌধুরী। এসএসসি করেছেন দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে।
নাট্য পরিচালনা করেছেন দক্ষতার সঙ্গে। নিজের লেখা স্বকথন, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, ঋত্বিক ঘটকের জ্বালা, উইলিয়াম শেক্সপিয়ারের হেমলেট মঞ্চ নাটক পরিচালনা করেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মি. ডেথ পরিচালনা করেছেন।
টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এগুলো হলো- পরিণতি, সোল, ফোবিয়া, ফুলজান, ডট ফ্লাই এবং হিডিম্বা।
নিজের নাট্যরচনা- স্বকথন, অচিন বৃক্ষ এবং আওয়ার ল্যান্ড হিস্ট্রি। তামান্না বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এগুলো হলো- রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ, অচলায়তন ও ডাকঘর, উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো ও ম্যাকবেথ, আহমেদ কবিরের চট্টলপুরাণ, শূদকের মৃচ্ছকঠিক, বাদল সরকারের স্যুটকেস, সেলিম আল দ্বীনের যৈবতি কন্যার মন এবং রাসিনের ফেইডা। এছাড়া বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রযোজনার অসংখ্য নাটকে অভিনয় করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সবার সেরা ফলাফলের জন্য পেয়েছেন অনুষদের মেধা বৃত্তি। এছাড়া ভালো ফলাফলের জন্য চট্টগ্রাম জেলা পরিষদ বৃত্তিও পেয়েছেন তামান্না। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা তিনি। লিও ক্লাব অব হিলভিউ চট্টগ্রামের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিজাইনের উপর মাস্টার্স করেছেন। নাটকের সেট ডিজাইন বিশেষ করে লাইটের উপর বিশেষ দক্ষতা রয়েছে। তামান্না বাংলাদেশ ছাত্রলীগের উপ-শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন।
বহুমুখী প্রতিভাধর ফৌজিয়া নিজাম তামান্না বলেন, ‘আমি গ্রামের মেয়ে। কাজ করতে চাই প্রত্যন্ত অঞ্চলের গরীব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। এছাড়া নারী সমাজের একজন প্রতিনিধি হিসেবে নারীদের সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ রোধ, ধর্ষণ প্রতিরোধ নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে।’
সামনের দিনে বুদ্ধিভিত্তিক রাজনীতিতে স্বকীয় থাকার ইচ্ছের কথা জানালেন তামান্না। এই মেধাবী মেয়ের রাজনৈতিক আদর্শ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চট্টগ্রামের প্রয়াত মেয়র চট্টল বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।