ঢাকার শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনার তিন ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হ্যাস লাইন ফেটে যাওয়ায় বিকাল পর্যন্ত ওই এলাকাসহ আশে পাশের ৫ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জানা গেছে, আজ শুক্রবার (২৬শে জুন) সকাল ৭টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে ভোর ৪টা ৪০ মিনিটে ওই লাইনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস লাইন বন্ধ করতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি।
তবে বর্তমানে গ্যাস লাইন মেরামতের কাজ চলায় মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, শ্যামলী এবং কল্যানপুর এলাকায় বিকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আনন্দবাজার/এইচ এস কে




