ঝিনাইদহে সাংবাদিক সহ নতুন করে আরো ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে কালীগঞ্জ উপজেলায় কর্মরত এক সাংবাদিক রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। শুক্রবার(২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, ঝিনাইদহে শুক্রবার কুষ্টিয়া ল্যাব থেকে ৪২ টি নমুনার রিপোর্ট এসেছে। এতে মোট ৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২ জন, কালীগঞ্জে ৩ জন, শৈলকুপায় ২ জন ও হরিণাকুন্ডুতে ১ জন আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট ১৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। মৃত্যুবরণ করেছেন দুইজন।
আনন্দবাজার/শহক/বুর