ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গণস্বাস্থ্যের কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ ঔষধ প্রশাসনের

সম্প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনা শনাক্তের অ্যান্টিবডি কিটের সেনসিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে হওয়ায় রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ করেছে ঔষধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি।

গত ২১ জুন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের আবেদনের প্রেক্ষিতে ২১ এবং ২৩ জুন ওষুধ প্রশাসনের ‘টেকনিক্যাল কমিটি অন ইনভেস্টিগেশন ড্রাগ, ভ্যাক্সিন অ্যান্ড মেডিক্যাল ডিভাইস কমিটি’র দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, উক্ত বৈঠকে আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের সেনসিভিটি এবং স্পেসিফিসিটির সর্বনিম্ন লেভেল যথাক্রমে ৯০ শতাংশ এবং ৯৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

কিন্তু, গণস্বাস্থ্যের কিটের সেনসিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে অর্থাৎ ৬৯ দশমিক ৭ শতাংশ । তাই এর রেজিষ্ট্রেশন না দেয়ার সুপারিশ জানানো হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন