ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত সরকারি চিকিৎসক রোগী দেখছেন বেসরকারি হাসপাতালে

খানপুর ৩শ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা.জাহাঙ্গীর আলম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখেছেন তিনি।

জানা গেছে, গেল ৬ জুন করোনায় আক্রান্ত হওয়ার ৭-৯ দিন পরই তিনি তথ্য গোপন করে শহরের প্রাইম জেনারেল হাসপাতালে নিয়মিত রোগী দেখে যাচ্ছেন। এমনকি তিনি কয়েকটি অপারেশনও করেছেন। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর আজ বৃহস্পতিবার (২৫ জুন) প্রাইম জেনারেল হাসপাতালে নতুন করে রোগী ভর্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে জেলা স্বাস্থ্য বিভাগ।

প্রাইম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আহসানুল কবির জানান, বুধবার (২৪ জুন) বিকাল পৌনে ৪টার দিকে ডা. জাহাঙ্গীর একটি ইনজেকশন নিতে হাসপাতালে এসে ছিলেন। আর এ সময় একজন রোগী এলে তিনি দূর থেকেই তার কাগজপত্র দেখেছেন। তবে গত কয়েকদিন ডা. জাহাঙ্গীর আলম এই হাসপাতালে রোগী দেখছেন তা অস্বীকার করেন হাসপাতালটির এমডি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন