৪১৪ জন বাহরাইন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি রওনা দেয়।
জানা গেছে, স্বাস্থ্যগত কারণে এবং পারিবারিক জরুরি প্রয়োজনে যেসব বাহরাইন প্রবাসী দেশে ফিরতে চেয়েছিলেন তাদের অনুরোধে এই বিশেষ ফ্লাইটের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, এতে অনেক অসুস্থ রোগী এবং যারা বিশেষ অর্থকষ্টে ভুগছিলেন, তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন।
জানা যায়, যাত্রীদের মধ্যে ৭০ জন প্রবাসী শারীরিকভাবে অসুস্থ। এবং ৪০ জন ছিলেন বাহারাইনের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত কয়েদি।
অসুস্থ রোগীদের ১৮ জনের পূর্ণ বিমান ভাড়া এবং প্রায় ৫০ জনের আংশিক বিমান ভাড়া বহন করেছে বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ তহবিল থেকে। এছাড়া মুক্তিপ্রাপ্ত কয়েদিদের পূর্ণ বিমান ভাড়া বহন করেছে বাহরাইন সরকার। আজ দিবাগত রাত ১টার দিকে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
আনন্দবাজার/টি এস পি