দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় “কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্প” এর আওতায় কৃষক/কৃষানীদের মাঝে ১ দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) বুধবার সকাল ১১.১৫ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র বাস্তবায়নে ৩০ জন কৃষকের অংশগ্রহণের মাধ্যমে দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এখলাস হোসেন সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসেন।
প্রশিক্ষণের বিষয়গুলো হলো, কৃষি কাজে অনুকূল পরিবেশ, দূর্যোগের আগাম বার্তা, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফসল ফলানো, কৃষি বিষয়ে আবহওয়ার তথ্য জানা, আবহাওয়ার পূর্বাভাস, আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের গতিবেগ, মাটির তাপমাত্রা, তাপ বিকিরণ, শস্য উৎপাদন পরিকল্পনা, মাটি ও পানি সংস্কার, সহ কৃষি সম্পর্কে অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ নেন কৃষকরা!
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার সকল স্তরের প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন এর সংবাদকর্মীরা।
আনন্দবাজার/শাহী