প্রতিদিন বাংলাদেশ পুলিশের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং মারাও যাচ্ছেন। এখন পর্যন্ত সারা দেশে নয় হাজার ৩৯৮ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। ৩৪ জন পুলিশ সদস্য মারা গেছেন।
আজ থেকে দুই মাস আগে অর্থাৎ গত ২৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে কনস্টেবল হতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ২১৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। মারা যাওয়ার খবর পাওয়া যায়নি তখনও। ২৮ এপ্রিল আসে প্রথম মারা যাওয়ার খবরটি। সেদিন মারা যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জসিম উদ্দিন (৪০) নামের এক কনস্টেবল।
প্রথমদিকে পুলিশ সদস্যরা করোনায় কম আক্রান্ত হলেও সেই সংখ্যা এখন হু হু করে বাড়ছে। ২৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় ১৫৭ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বোচ্চ ৩২৪ জন পুলিশ আক্রান্ত হয়েছিল। তবে মোট আক্রান্তের পাঁচ হাজার ৪৯১ জন পুলিশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে বেশিরভাগই কাজে যোগদান করেছেন।
আনন্দবাজার/এস.কে