ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম কমানোর সুযোগ নেই বলছে বিইআরসি

বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানোর আবেদন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। তবে আইনি বাধ্যবাধকতার কারণে কিছু করার নেই বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এ বিষয়ে বিইআরসির সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী বলেন, বিইআরসির আইনে বলা হয়েছে শুধু লাইসেন্সির (বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান) আবেদন বিবেচনায় নেওয়া হবে। এর বাইরে অন্যকোনো আবেদন গ্রহণ করার কোনো সুযোগ আইনে রাখা হয়নি।
এ বিষয়ে ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম জানান, আমরা লিখিতভাবে আবেদন করেছি। তাদের কিছু করার না থাকলে সেটিও নিশ্চয়ই লিখিত জানাবে তারা। আমরা জবাব পেলে যেখানে যাওয়া জরুরী সেখানে যাবো। ৪৫ দিনের মধ্যে ব্যবস্থা নেবে না হলে কারণ ব্যাখ্যা দিয়ে ফেরত পাঠাতে বাধ্য তারা। তারা যখন পারছে না যেখানে গেলে প্রতিকার পাওয়া যাবে সেখানেই আমরা যাব।
প্রতিকারের জন্য কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অধ্যাপক শামসুল আলম।
আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন