বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে সাবেক ফুটবলার মুক্তিযোদ্ধা টুলটুল

না ফেরার দেশে চলে গেলেন স্বাধীনতা পরবর্তী ঢাকা ফুটবলের অন্যতম তারকা খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা শওকত আলী টুলটুল।

আজ মঙ্গলবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি——–রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে দেশের বিভিন্ন স্থানে যুদ্ধের হানাদার বাহিনী দমন করতে অনেক অবদান রাখেন। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি ছিলেন একজন সফল ফুটবল খেলোয়াড়।

টুলটুল জাতীয় যুব ফুটবল দলের একজন অনবদ্য খেলোয়াড় ছিলেন ১৯৭২-৭৪ পর্যন্ত। সেই সাথে জাতীয় ফুটবল লীগে দ্রুততম সময়ে একমাত্র হ্যাটট্রিককারী ছিলেন তিনিই, আজও তার সেই খ্যাতি ভাঙতে পারেননি কেউ।

টুলটুলের ছেলে নাঈম শাহারিয়ার পিউ জানিয়েছেন, ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত রবিবার দুপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, আজ বাদ আছর (মঙ্গলবার) নীলফামারী সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

আনন্দবাজার/এইচ এস কে

 

আরও পড়ুনঃ  মুকসুদপুরে করোনায় সংবাদ কর্মীর মৃত্যু

সংবাদটি শেয়ার করুন