সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) যৌথ আয়োজনে শুরু করেছে আমের মেলা। দেশে উৎপাদিত আম ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বেচা-কেনার সুযোগ করে দিতে ‘আম মেলা ই-বাণিজ্যে সারাবেলা’ শীর্ষক এ মেলার আয়োজন করা হয়েছে। এই ব্যাপারে ই-কমার্স ভিত্তিক দেশীয় মার্কেটপ্লেস ইভ্যালি কর্মসূচিতে সহায়ক হিসেবে করছে।
আজ সোমবার (২২ জুন) এক অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই ব্যাপারে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন জানান, করোনায় অর্থবাজারে যে প্রভাব পড়েছে তাতে কৃষকদের দুঃখ-দুর্দশা দেখে এই উদ্যোগের নেওয়া হয়েছে । ই-ক্যাবকে সাথে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়নে আমি সবার সহায়তা কামনা করছি।
রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক জানান, রাজশাহী জেলায় আম বাণিজ্যের সাথে ৯০ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। আমের সরবরাহ মাধ্যমে আমের বাজার বাড়ালে এই কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। এ বছর আমের মুকুল আসার পর থেকে সব রকমের কেমিক্যাল দেওয়া থেকে বিরত রাখা হয় এবং গ্রাহক পর্যায়ে যেন আমের মূল্য না বাড়ে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়।
আম অনলাইনে বেচা-কেনার জন্য এমন উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এই মেলা কর্মসূচির সহায়ক প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল।
আনন্দবাজার/এইচ এস কে