রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা দিলো সেনাবাহিনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে শরীয়তপুর সরকারি কলেজে ৩ শতাধিক গর্ভবতী মায়েদের দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর সাভার ৯ম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায়, করোনা সংকটকালে দেশের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা, পরীক্ষা, গর্ভকালীন সহায়ক সামগ্রী ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ ও শরীয়তপুর সেনা ইউনিটের অধিনায়ক লে. কর্ণেল সামি-উদ-দৌলা চৌধুরীসহ অন্যান্য অফিসারগণ।

আনন্দবাজার/ডব্লিউ এস/ও এফ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নির্মাণ সামগ্রীর দামে দিশেহারা ঠিকাদাররা

সংবাদটি শেয়ার করুন