ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা দিলো সেনাবাহিনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে শরীয়তপুর সরকারি কলেজে ৩ শতাধিক গর্ভবতী মায়েদের দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর সাভার ৯ম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায়, করোনা সংকটকালে দেশের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা, পরীক্ষা, গর্ভকালীন সহায়ক সামগ্রী ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ ও শরীয়তপুর সেনা ইউনিটের অধিনায়ক লে. কর্ণেল সামি-উদ-দৌলা চৌধুরীসহ অন্যান্য অফিসারগণ।

আনন্দবাজার/ডব্লিউ এস/ও এফ

সংবাদটি শেয়ার করুন