সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট আজিজুল ইসলাম (৬৭)। গত রবিবার দুপুরে করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আজিজুল ইসলামের দুই ছেলে দীর্ঘদিন যাবত কুয়েত ও লেবানন প্রবাসী।
জানা যায়, সিএমএইচ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ্যাম্বুলেন্সের মাধ্যমে তার মরদেহ রাত ১২টার দিকে তাঁর নিজ বাড়ি গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন বাউপাড়া এলাকায় পাঠানো হলে করোনার ভয়ে লাশ দাফনের জন্য এগিয়ে আসেনি কেউ। এমনকি এ্যাম্বুলেন্স থেকে লাশ নামাতেও অস্বীকৃতি জানান স্থানীয় এলাকাবাসী। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া তাৎক্ষণিক ব্যবস্থা নেন। পরবর্তীতে রাত আনুমানিক ৩টার দিকে কোয়ান্টাম ফাউন্ডেশনের টিম ঘটনাস্থলে আসলে থানা পুলিশের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ধর্মীয় অনুশাসন মেনে তাঁর লাশ দাফন করা হয়।
আনন্দবাজার/শহক/মিলন