করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের সুরক্ষিত রাখতে “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ” ক্যাম্পেইনের পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটসের মাধ্যমে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএমপি এবং স্বাস্থ্য অধিদপ্তর (ডিজি হেলথ) কে জীবাণুনাশক ও পরিচ্ছন্নতার উপকরণ বিতরণ করা হয়েছে।
“সবাই মিলে ভালো থাকি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জীবাণুনাশক ও পরিচ্ছন্নতার উপকরণ স্ব স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজি হেলথ)-কে ২০ হাজার ডেটল সাবান ও ৬ হাজার লিকুইড হারপিক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ২০ হাজার ডেটল সাবান ও ৭ হাজার ৫০০ লিকুইড হারপিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ২০ হাজার ডেটল সাবান ও ৭ হাজার ৫০০ লিকুইড হারপিক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ১৫ হাজার ডেটল সাবান ও ২২ হাজার লিকুইড হারপিক পণ্য প্রদান করে ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ (ডিএইচপিবি)।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ) মো.শাহ কামালের সভাপতিত্বে হাইজিন পণ্য হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আঞ্চলিক নির্বহী কর্মকর্তা মোঃ হেমায়েত হোসেন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান, ডিএইচপিবি -এর প্রধান সমন্বয়ক সালাউদ্দিন আহম্মেদ তারেক এবং বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার (স্বাস্থ্য) ও আহবায়ক জামাল উদ্দিন সিকদারসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দূর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ও বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, “শুধু এই করোনাকালীন সময়ে নয় সবসময় যেন আমরা সবাই মিলে ভালো থাকি সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। পরিচ্ছন্নতার বিষয়টা শুধু এই সময়ে নয় এটি আমাদের সাড়া জীবনের জন্য প্রয়োজন। মহামারীর এই সময়ে আমাদের সাবধানতার বিকল্প নেই।”
রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর নুসরাত জাহান বলেন, “বর্তমানে আমরা একটি বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে আমাদের সুরক্ষিত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের সম্মুখ সারির যোদ্ধারা। তাদেরকে সম্মান জানিয়ে আমাদের সামান্য উপহার। আমরা আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা এই মহামারী থেকে মুক্ত হতে পারবো।”
এর আগে গত বুধবার ডিএইচপিবি- এর পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কে মোট ঊনচল্লিশ হাজার জীবানুনাশক পণ্য বিতরণ করা হয়।
আনন্দবাজার/শহক