চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত পল্লী চিকিৎসক দুলাল কান্তি বিশ্বাস আর নেই।
রবিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনাভাইরাসের এই দুঃসময়েও গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে আসা দুলাল বেশ কয়েকদিন হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
জানা যায়, যখন বাঁশখালীর মানুষ মান-সম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল, চিকিৎসা ব্যবস্থা ছিলো নাজুক; ঠিক সে সময় থেকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন পল্লী চিকিৎসক দুলাল। এছাড়া, কালিপুর রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এলাকায় চেম্বার করার পাশাপাশি সাইকেল চালিয়ে রোগীর বাড়িতে গিয়ে ন্যুনতম ফি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি।
কালীপুরের সাধারণ মানুষের অন্তরে দুলাল কান্তি বিশ্বাস জায়গা করে নিয়েছিলেন মানসম্মত চিকিৎসা সেবা দিয়ে। তাছাড়া চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তিনি নির্বাচিত মেম্বার হিসেবেও এলাকার মানুষের সেবা করেন। গরীবের ডাক্তার হিসেবে পরিচিত দুলাল কান্তি বিশ্বাসের মৃত্যুতে বাঁশখালীতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির চট্টগ্রাম শাখার সভাপতি ডা. আশীষ কুমার শীল।
আনন্দবাজার/শাহী