ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আটকের ১০ ঘন্টা পর বাংলাদেশি যুবককে ফিরিয়ে দিল বিএসএফ

আটকের ১০ ঘন্টা পর এক বাংলাদেশি যুবককে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। জানা গেছে, গত রবিবার তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতের ভূখন্ডে অবৈধভাবে ঢুকে পড়ায় খারিদা হরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে।

ওই ঘটনার পর দুই দেশের সীমান্ত রক্ষীদের মাঝে চিঠি আদান-প্রদান হয়। ফলে ১০ ঘন্টা পর আজ সোমবার সকাল ৯ টায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক ওই বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দিয়েছেন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় এবং ভারতের পক্ষে নের্তৃত্ব দেন খারিদা হরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর শুশীল কুমার।

বাংলাদেশি ওই যুবক হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিনের সীমান্ত লাগোয়া গোরকমন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে ।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ফিরিয়ে আনা ওই যুবককের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন