জয়পুরহাটসহ দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফ ও বেসরকারি শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে স্মারকলিপি প্রদান করেছে জেলা ছাত্রদল।
রবিবার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান ও সাধারণ সম্পাদক মোক্তদুল হক আদনান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবি করে বলা হয়েছে, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে সোচ্চার। করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাসের অধিক সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেতনসহ পড়াশোনার খরচ চালানো তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টকর। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের প্রতি সদয় হয়ে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বেতনাদি মওকুফ করে দিলে তা হবে মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
স্মারকলিপি প্রদানকালে ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/ডব্লিউ এস/আর এ