করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং একাধিক মন্ত্রী-এমপি আক্রান্ত হওয়ার কারণে সংসদ অধিবেশনের আগামী কার্যদিবসগুলোতে যারা অংশ নেবেন তাদের করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এখন ১৭০ এমপির নমুনা পরীক্ষা করা হচ্ছে।
আজ রোববার (২১ জুন) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংসদের বৈঠকে অংশ নিয়েছেন এমন একাধিক সংসদ সদস্যসহ বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় অধিবেশনের আগামী দিনগুলোতে নির্ধারিত এমপিদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপির নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২০ জন শনিবার (২০ জুন) তাদের নমুনা দিয়েছেন। বাকিরা আজ থেকে নমুনা দেবেন।
আনন্দবাজার/এফআইবি