এ যেন কোনো সিনেমার দৃশ্য। মধ্যরাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের উঁচু এক টাওয়ারে উঠে পড়লেন এক যুবক। তারপর উচ্চস্বরে বলতে থাকলেন, প্রেমিকার সঙ্গে তার বিয়ে না হলে আত্মহত্যা করবেন তিনি। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় গতকাল শনিবার দিবাগত রাতে।
মধ্যরাতেই লোকজন জড়ো হয় সেখানে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরাও উপস্থিত হয় সেখানে। অবশেষে টানটান উত্তেজনার মধ্যদিয়ে তার প্রেমিকার সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে নানা কৌশলে ওই যুবককে আড়াইঘন্টা পর ওই টাওয়ার থেকে নামানো হয়।
জানা যায়, ওই যুবকের নাম বিল্পব। আদমজী বিহারী ক্যাম্পে থাকে সে। প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করতে বিদ্যুতের উঁচু টাওয়ারের ৬৫ থেকে ৭০ ফুট উপরে উঠে সে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ওই যুবক বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৬৫-৭০ ফুট উপরে উঠে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা বিভিন্ন উপায়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই।
জানা যায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে দড়ি বেধে ফাঁসি দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল বিল্পব।
বিপ্লবের বাবা জানান, তার ছেলে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য ঘরে হুমকিসহ নানা অঘটন ঘটায়। বেশ কয়েকদিন ধরে একই ক্যাম্পের এক তরুণীকে বিয়ে করতে পরিবারের অনুমতি চায় বিপ্লব। কিন্তু পরিবার এতে সম্মতি না দেয়ায় সে এই ঘটনা ঘটায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৬৫ থেকে ৭০ ফুট উপরে উঠে যুবকটি অবস্থান নিয়েছে। পরে অনেক কৌশলে তাকে নিচে নামিয়ে আনা হয়।
আনন্দবাজার/টি এস পি