ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য, বাংলাদেশে…

মহামারি করোনার প্রভাবে ফেব্রুয়ারি-মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কমলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বেড়েছে প্রায় এক শতাংশ।

এদিকে আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে মূল্য হ্রাস হওয়ায় গত মার্চে দেশের বাজারে স্বর্ণের মূল্য অনেকটাই কমানো হয়। কিন্তু গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য প্রায় ১৯ শতাংশ বাড়লেও দেশের বাজারে স্বর্ণের মূল্য পুনঃনির্ধারণ করা হয়নি।

ফলে দেশের বাজারে লসেই স্বর্ণ বিক্রি করতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণ কিনে মজুত করছেন। ফলে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যও বেড়েছে।

কিন্তু বর্তমানে করোনার কারণে দেশের বাজারে স্বর্ণ বিক্রি ব্যাপক হারে কমে গেছে। আর তাই চাহিদা না থাকায় আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার পরও দেশের বাজারে বাড়েনি।

তারা আরও জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের সাথে মূল্য সমন্বয় না করায় দেশের স্বর্ণ বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এমন হলে বর্ডার দিয়ে অনেক স্বর্ণ পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন স্বর্ণের ব্যাপক সংকট দেখা যাবে।

একজন ব্যক্তি যদি কোমরে করে ২০-২৫ ভরি স্বর্ণ নিয়ে ভারতে গিয়ে বিক্রি করে দেয় তাহলে ৫০ হাজার টাকার মতো বেশি পাবে। একমাসে দুইবার ভারতে যেতে পারলেই তার ১ লাখ টাকা লাভ হয়ে যাবে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গেল বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনাভাইরাসের মহামারির মধ্যে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে উঠে যায়।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন